অনেকেই সিম ব্যবহার করে ইন্টারনেট চালান, কিন্তু জানেন কি, কিছু সহজ সেটিংস করে আপনার নেট স্পিড দ্বিগুণ করা সম্ভব। বিশেষ করে যারা সিমের মধ্যে এমবি কিনে ইন্টারনেট ব্যবহার করেন, তাদের জন্য এই টিপস অত্যন্ত কার্যকর। সঠিকভাবে সেটিংস করলে লোডিং আর হবে না, ইন্টারনেট চলবে তুফানের মতো। প্রথমে আপনারমোবাইলের সেটিংস-এ যান। এখানে “কানেকশন” বা “মোবাইল নেটওয়ার্ক” অপশন পাবেন। যেই সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করছেন, সেটিই নির্বাচন করুন। এরপরAccess Point Name (APN)-এ ট্যাপ করুন। এখানে থাকা পুরোনো কনফিগারেশন ডিলিট করুন। সেটিংস শেষে থ্রি ডট অপশন থেকেসেভ করুন। একবার মোবাইল বন্ধ করে আবার চালু করলে নতুন...