জিপিওর জায়গায় সমষ্টিগত স্মৃতি সংরক্ষণের জন্য পোস্টাল মিউজিয়াম করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে ডাক বিভাগের সভাকক্ষে বিশ্ব ডাক দিবসের সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ডাক কর্মচারীদের দীর্ঘদিনের নানা বৈষম্য দূরীকরার কাজ চলছে। বর্তমান জিপিও'র জায়গায় সচিবালয় সম্প্রসারণের বিষয়ে ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মনে যে সংশয় ছিল তা দূর হয়েছে উল্লেখ করে বলেন, জিপিওর জায়গায় সমষ্টিগত স্মৃতি সংরক্ষণের জন্য পোস্টাল মিউজিয়াম করা হবে। তিনি বলেন, এড্রেস ম্যানেজমেন্টের (ঠিকানা ব্যবস্থাপনা) বর্তমান স্ট্রাকচার ডিজিটাল ইকোনমিক জন্য উপযোগী নয় তাই বেসরকারি কুরিয়ার...