প্রেসবিজ্ঞপ্তি:জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-র প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়ক মো. নিজামদ্দিন অমিত বলেছেন, “দিল্লি সরকারের আধিপত্য ও দিল্লিতে বসে হাসিনার অপরাজনীতি চলবে না। কথাটা পরিষ্কার—হিন্দুস্তান নয়, সিদ্ধান্ত নেবে দেশের জনগণ।” শুক্রবার বিকেল ৪টায় খুলনার সোনাডাঙ্গা এলাকায় জাগপার ৭ দফা দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নিজামদ্দিন অমিত বলেন, দেশের মানুষ যখন পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন)পদ্ধতিতে জাতীয় নির্বাচন চায়, তখন কিছু মহল সংবিধানের দোহায় দেয়। কিন্তু গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে সব বিষয়ে সংবিধান মানলে বর্তমান অন্তর্বর্তী সরকারও অবৈধ বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন,বিএনপি একসময় তত্ত্বাবধায়ক সরকারে রাজি ছিল না, পরে আন্দোলন করেছে। এখন পিআর পদ্ধতিতে রাজি নয়, পরে ঠিকই আন্দোলন করবে। তিনি প্রস্তাব করেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজনের পরিবর্তে ডিসেম্বরের মধ্যেই গণভোট...