জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে ফার্স্ট এইড বক্স প্রদান করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের কনফারেন্স রুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব বক্স হলে হলে বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রতিটি হল সংসদের স্বাস্থ্য সম্পাদকদের হাতে ফার্স্ট এইড বক্সগুলো তুলে দেন সংগঠনটির নেতৃত্বরা। উপস্থিত নেতৃবৃন্দ জানান, ক্যাম্পাসের শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বাড়ানো ও জরুরি চিকিৎসা সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মহিবুর রহমান মুহিব বলেন, “শিক্ষার্থীদের যেকোনো দুর্ঘটনা বা অসুস্থতার ক্ষেত্রে যেন তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা পাওয়া যায়, সে উদ্দেশ্যেই আমরা এই ফার্স্ট এইড বক্স বিতরণ করেছি। মানবিক ও সেবাধর্মী কাজের মাধ্যমেই একটি সুস্থ শিক্ষাঙ্গন গড়ে তোলা সম্ভব। আশাকরি এ উদ্যোগ হলের স্বাস্থ্য সম্পাদকের কাজ সহজতর করবে।”আ ফ ম কামালউদ্দিন হল সংসদের স্বাস্থ্য সম্পাদক মো. আবিদুল...