নামসর্বস্ব, কর্মক্রমহীন, অস্তিত্বহীন—এমনকি নিজেদের ওয়েবসাইট পর্যন্ত নেই এমন অনেক সংস্থারই নাম রয়েছে নির্বাচন কমিশনের (ইসি) পর্যবেক্ষক সংস্থার তালিকায়। জঙ্গলের মধ্যে পরিত্যক্ত ভবনকে অফিস দেখিয়ে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) তালিকায় নাম ওঠানোর অভিযোগও রয়েছে। ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করা সংস্থাসহ রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে এমন কয়েকটি সংস্থারও নাম রয়েছে ইসির গণবিজ্ঞপ্তিতে থাকা পর্যবেক্ষক তালিকায়। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পর্যবেক্ষক নিয়ে প্রশ্ন উঠেছে। তবে নির্বাচন কমিশন বলছে, যাচাই-বাছাই করে সঠিক সংস্থা চূড়ান্ত করতেই পত্রিকায় গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিশ্বাসযোগ্য তথ্য পাওয়ার পর এগুলো আবার ‘রিভিউ’ করবে নির্বাচন কমিশন। উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের জন্য গত ২৮ সেপ্টেম্বর ৭৩টি স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। পত্রিকায় প্রকাশিত ইসির গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব স্থানীয়...