এমিরেটাস অধ্যাপক ও সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলামের মরদেহ শেষবারের মত নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। শনিবার সকাল সাড়ে ১০টায় অপরাজেয় বাংলার সামনে তাকে শেষ বিদায় জানাবেন শিক্ষক-শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা। এরপর ১১টায় নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। ‘ইংলিশ ডিপার্টমেন্ট অ্যালামনাই সোসাইটির’ ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক বলেন, জোহর নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার জানাযা হবে। এরপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক মনজুরুল ইসলাম শুক্রবার বিকালে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৭৫ বছর। গত ৩ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হলে নেওয়া হয় ল্যাবএইড হাসপাতালে। সেখানে ভর্তির পর পরীক্ষা-নিরীক্ষা শেষে রাতেই তার হার্টে দুইটি রিং পরানো হয়। রোববার সন্ধ্যায় অবস্থা ‘সংকটাপন্ন’ হলে সৈয়দ মনজুরুলকে ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া হয়। এরপর মঙ্গলবার সন্ধ্যা...