বিনোদনজগতের তারকাদের নিয়ে গুঞ্জনের শেষ নেই। প্রেম-বিয়ে থেকে শুরু করে ব্যক্তিগত নানা ঘটনা—সব নিয়েই ভক্তদের কৌতূহল। আর সেই কৌতূহল থেকেই জন্ম নেয় নানা গুঞ্জন। চলতি সপ্তাহেও এমন কিছু গুঞ্জন ছড়িয়েছে, যা নিয়ে আলোচনা ছিল ভক্ত-দর্শকদের মধ্যে। এগুলো সত্যি, নাকি নিছক রং চড়ানো গল্প? সোলজার সিনেমায় শাকিব খানের নায়িকা তানজিন তিশা—কয়েক সপ্তাহ ধরে গুঞ্জনটা ডালপালা মেলেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ আলোচনা হয়েছে। তবে তিশা কিংবা সিনেমার পরিচালক, কেউই বিষয়টি নিশ্চিত করেননি; ফলে বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পাশাপাশি কলকাতার ভালোবাসার মরশুম নামে আরেকটি সিনেমায়ও তিশার অভিনয়ের খবর এসেছিল। এই সিনেমায় বলিউড অভিনেতা শারমন যোশি আছেন। এর মধ্যে কয়েকটি সংবাদমাধ্যমে খবরে দাবি করা হয়, কলকাতার সিনেমা থেকে তিশা বাদ পড়েছেন। তিশা কি আসলেই কলকাতার সিনেমা থেকে বাদ পড়েছেন? শাকিবের নায়িকা হওয়ারই–বা...