ইউক্রেনের রাজধানী কিয়েভে শুক্রবার ভোরে ব্যাপক বিমান হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, এই হামলার পর শহরের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ ও পানির সরবরাহ বন্ধ হয়ে গেছে। গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ও রেল নেটওয়ার্কে রাশিয়ার হামলা বেড়েছে। আগের তিনটি শীতকালেও রাশিয়া এমন হামলা চালিয়েছিল, যার ফলে তীব্র ঠাণ্ডার মধ্যে বহু ইউক্রেনীয় নাগরিক গরমের ব্যবস্থা ছাড়াই দিন কাটাতে বাধ্য হন। এএফপির সাংবাদিকরা জানিয়েছেন, শুক্রবার ভোরে কিয়েভজুড়ে একের পর এক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ইউক্রেনের বিমানবাহিনী এক বিবৃতিতে জানায়, ‘রাজধানী বর্তমানে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে।’ একই সঙ্গে তারা কিয়েভের বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে অবস্থান করার আহ্বান জানায়। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেন, রুশ বাহিনী শহরের গুরুত্বপূর্ণ অবকাঠাড়েমা লক্ষ্য করে...