রাজশাহীর প্রাণপ্রবাহ ছিল যে বারনই নদ, আজ তা পরিণত হয়েছে বিষাক্ত এক নর্দমায়। শহরের হাসপাতাল, কলকারখানা ও শিল্পাঞ্চলের অপরিশোধিত বর্জ্য সরাসরি ড্রেন ও খালের মাধ্যমে গিয়ে মিশছে নদীতে। ফলে নদীর পানি ভয়াবহভাবে দূষিত হয়ে উঠেছে। শুধু মানুষ নয়, নদের মাছও মরছে, হুমকিতে পড়েছে জীববৈচিত্র্য ও জেলে সম্প্রদায়ের জীবন-জীবিকা। রাজশাহী শহরের অপরিশোধিত বর্জ্যে মারাত্মকভাবে দূষিত হয়েছে বারনই নদ। এই নদীর পানি ব্যবহার করায় রাজশাহী ও নাটোর জেলার নদী পাড়ের প্রায় তিন লাখ মানুষ নানা জটিল চর্মরোগে আক্রান্ত হয়েছেন। ছোঁয়াচে হওয়ায় রোগগুলো দ্রুত ছড়িয়ে পড়ছে। রাজশাহীর বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠন পরিচালিত সাম্প্রতিক জরিপে এমন তথ্য উঠে এসেছে। জরিপ অনুযায়ী, শিশু-বৃদ্ধসহ হাজারো মানুষ দাদ, ফাঙ্গাস, স্ক্যাবিস, খোসপাঁচড়া ও জকইচে আক্রান্ত। ব্যয়বহুল চিকিৎসায় নিম্ন আয়ের মানুষের কষ্ট বেড়েছে। পাশাপাশি, নদের মাছ মারা যাচ্ছে, বিপন্ন...