ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের কর্মসূচিতে অংশ নেওয়ার কারণে ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে আটক থাকা বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম মুক্তি পেয়েছেন। তিনি আগামীকাল শনিবার (১১ অক্টোবর) ভোর ৪টা ৫৫ মিনিটে ঢাকা পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রেস উইং। এর আগে, আজ শুক্রবার তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শহীদুল আলম তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান। তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আমানুর রহমান জানিয়েছেন, শহীদুল আলমের ঢাকার উদ্দেশ্যে ফিরতি ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ইস্তাম্বুল ছেড়ে যাওয়ার কথা রয়েছে। শহীদুল আলমের মুক্তি ও ইসরায়েল থেকে নিরাপদে দেশে প্রত্যাবর্তনের প্রক্রিয়ায়...