বাংলাদেশ দারুণ আশা দেখিয়েও হংকংয়ের কাছে হেরে গেছে ৪-৩ গোলে। হামজা চৌধুরী, শমিত সোমদের দারুণ পারফর্ম্যান্সও দলকে রক্ষা করতে পারেনি। তবে এমন আফসোস জাগানো হারের পরও আশাহত নন হামজা। ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন এ কথা। বৃহস্পতিবার রাতে বাংলাদেশকে জয়ের আশা প্রথম দেখিয়েছিলেন এই হামজাই। প্রতিযোগিতামূলক ম্যাচে প্রথম গোলের দেখা পেয়েছিলেন দুর্দান্ত এক ফ্রি কিক থেকে। সেই গোল প্রথমার্ধের পুরোটা সময় দলকে এগিয়ে রেখেছিল। শেষ মুহূর্তে ফয়সাল আহমেদ ফাহিমের ভুলে গোল হজম করে বসে বাংলাদেশ। এরপর দ্বিতীয়ার্ধে আরও দুই গোল বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকেই দিয়েছিল। কিন্তু ৮৪ মিনিটে মোরসালিন আর ৯৮ মিনিটে শমিত সোমের প্রথম আন্তর্জাতিক গোল বাংলাদেশকে দেখাচ্ছিল অবিশ্বাস্য এক ড্রয়ের আশা। ঠিক তখনই আশাভঙ্গ হলো। শেষ মুহূর্তে সাদ উদ্দীনের ভুলে গোল হজম করে বসে দল। ৪-৩ গোলে হারতে হয়...