ওজন কমাতে গ্রিন টি এখন বেশ জনপ্রিয় পানীয়। গ্রিন টি আমাদের বিপাকের হার বাড়ায়। অর্থাৎ ক্যালরি পোড়ানোর কাজটা ত্বরান্বিত হয় গ্রিন টির প্রভাবে। তবে অনেকেই স্বাদের কারণে গ্রিন টির সঙ্গে চিনি মিশিয়ে খান। স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এই পানীয় চিনি মিশিয়ে পান করলে উপকারের চেয়ে ক্ষতিই হয় বেশি। সাধারণ গ্রিন টিতে কোনো ক্যালরি থাকে না। অন্যদিকে চিনিতে আছে উচ্চমাত্রার ক্যালরি। গ্রিন টিতে চিনি মিশিয়ে খেলে সেটাও উচ্চমাত্রার ক্যালরিযুক্ত পানীয়তে পরিণত হয়। ফলে এই চায়ের গুণ নষ্ট হয়। ক্যামেলিয়া সিনেনসিস নামক বিশেষ একধরনের চা-গাছের কচি পাতা থেকে তৈরি হয় গ্রিন টি। এতে প্রচুর অ্যান্টি–অক্সিডেন্ট থাকে, যা ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে সহায়ক, দ্রুত বুড়িয়ে যাওয়ার প্রবণতা কমায়। নিয়মিত পান করলে ক্যানসার প্রতিরোধক হিসেবেও কাজ করে গ্রিন টি। ঝুঁকি কমায় নানা হৃদ্রোগ ও...