জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টুয়েন্টির প্রথম কোয়ালিফায়ারে খুলনা বিভাগের হার দেখেছিল চট্টগ্রাম বিভাগ। টেবিলের শীর্ষে থাকায় আরও একটি সুযোগ ছিল তাদের সামনে। দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর বিভাগের বিপক্ষে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। নাসির হোসেনের ফিফটিতে ফাইনালের টিকিট কেটেছে রংপুর। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটে নেমে ৩ উইকেটে ১৬৭ রান করে তারা। জবাবে নেমে ৪ উইকেট হাতে রেখে ইনিংসের শেষ বলে জয় নিশ্চিত করে রংপুর। আগামী রোববার শিরোপামঞ্চে খুলনার মুখোমুখি হবে রংপুর। সাদিকুর রহমান ও ইয়াসির আলি রাব্বির অপরাজিত ফিফটিতে লড়াইয়ের সংগ্রহ পায় চট্টগ্রাম। ৩ চার ও ১ ছক্কায় ৪৮ বলে ৫৮ রান করেন সাদিকুর। ৫ চার ও ২ ছক্কায় ২৭ বলে ৫৩ করেন ইয়াসির। এছাড়া মাহামুদুল হাসান জয় ২৭ বলে ২৮ রান করেন। রংপুর বোলারদের মধ্যে...