ফিফা প্রীতি ম্যাচে স্বাগতিক দক্ষিণ কোরিয়াকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দেয় ব্রাজিল। শুক্রবার সিউল ওয়ার্ল্ডকাপ স্টেডিয়ামে রদ্রিগো ও এস্তেভাওয়ের জোড়া গোল ছাড়া অন্য গোলটি এসেছে ভিনিসিয়ুস জুনিয়রের কাছ থেকে। ১৩ মিনিটে ব্রুনো গিমারায়েসের নিখুঁত পাস থেকে এস্তেভাও ডান দিক দিয়ে বক্সে ঢুকে প্রথম ছোঁয়াতেই গোল করে কোরিয়ান জালে প্রথম আঘাত হানেন। এরপর বিরতির ঠিক আগে, ৪১ মিনিটে রদ্রিগো বাম প্রান্তে বল পেয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধে দক্ষিণ কোরিয়া মাত্র একবার শট নিতে পারে, তাও ছিল না টার্গেটে। তাই দ্বিতীয়ার্ধে বেশ কিছু বদল আনেন কোচ। কিন্তু পরিবর্তন কার্যকর হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতেই অর্থাৎ ৪৬ মিনিটে, এস্তেভাও বায়ার্ন মিউনিখের কিম মিন-জের কাছ থেকে বল ছিনিয়ে নিয়ে একক প্রচেষ্টায় গোল করে ব্যবধান বাড়ান ৩-০ তে। তিন মিনিট পর মাঝমাঠে আবারও...