জনরায়কে মূল্যায়ন করে অবিলম্বে পিআর (প্রতিনিধিত্বমূলক) পদ্ধতিসহ জামায়াতে ইসলামী ঘোষিত পাঁচ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মোহাম্মদ বাবর। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে বরিশাল নগরীর টাউন হলে কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবি আদায়ের কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত গণমিছিল-পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হয়নি। প্রচলিত নির্বাচনী ব্যবস্থায় জনরায় সঠিকভাবে প্রতিফলিত হয় না। এজন্য জামায়াতে ইসলামীর অবস্থান পিআর পদ্ধতির পক্ষে। পিআর হলে আর ১০টা হুন্ডা আর ২০টা গুন্ডার মাধ্যমে ভোটের ব্যবসা চলবে না। এ কারণেই কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী পিআর পদ্ধতি মেনে নিতে চায় না। তিনি আরও বলেন, মানবাধিকার, ভোটাধিকার এবং জনগণের মত অনুযায়ী দেশ পরিচালনার জন্য লাখো মানুষ...