কুষ্টিয়ার দৌলতপুরে বিজিবি ও পুলিশের পৃথক অভিযানে অস্ত্র, গুলি ও মাদকসহ দুইজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড গুলি, ১টি ওয়ান শুটার গান ও ২ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে দৌলতপুর থানার পুলিশ আদাবাড়িয়া ইউনিয়নের ডাংমড়কা গ্রামে অভিযান চালায়। এসময় ওই গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে মাহবুব ইসলাম (৫২) কে ১টি ওয়ান শুটার গানসহ আটক করা হয়। অপরদিকে একইদিন সকাল সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের মহিষকুন্ডি বিওপির টহল দল হাতিশালা এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ ফিরোজ খান (৫৬) নামে এক মাদককারবারীকে আটক করে। সে রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত গ্রামের মৃত...