যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার না দেওয়ায় নোবেল কমিটির তীব্র সমালোচনা করেছে হোয়াইট হাউজ। মার্কিন প্রেসিডেন্টের দপ্তর বলেছে, কমিটি শান্তির চেয়ে রাজনীতিকে প্রাধান্য দিয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) নরওয়ের নোবেল কমিটি ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদোকে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত করে। এর প্রতিক্রিয়ায় হোয়াইট হাউজ জানায়, “প্রেসিডেন্ট ট্রাম্প প্রকৃত অর্থে শান্তির দূত। তিনি যুদ্ধ থামাতে এবং প্রাণ রক্ষায় নিরলস কাজ করে যাচ্ছেন। তার রয়েছে মানবিক হৃদয় ও দৃঢ় সংকল্প—যে শক্তিতে তিনি অসম্ভবকেও সম্ভব করেন। নোবেল কমিটি প্রমাণ করেছে, তারা শান্তির বদলে রাজনৈতিক পক্ষপাতকে অগ্রাধিকার দিয়েছে।” বিবৃতিতে আরও বলা হয়, “ট্রাম্প পুরস্কার না পেলেও বিশ্ব শান্তির জন্য তার প্রচেষ্টা থেমে থাকবে না। তিনি শান্তি চুক্তি ও যুদ্ধবিরতির মাধ্যমে বিশ্বে স্থিতি আনতে কাজ চালিয়ে যাবেন।” অন্যদিকে, শান্তিতে নোবেল পাওয়ার...