ফরিদপুরে আবারও বাড়তে শুরু করেছে পেঁয়াজের বাজারদর। ১০ দিনের ব্যবধানে প্রতি মণে পেঁয়াজের দাম বেড়েছে ৩০০ থেকে ৪০০ টাকা।বিক্রেতারা বলছেন, দুর্গাপূজার পর বাজারে সরবরাহ কিছুটা কমে যাওয়ায় এই মূল্যবৃদ্ধি হয়েছে। পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে খুচরা পর্যায়েও।পূজার পরে ২,০০০ টাকার পেঁয়াজ এখন পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ২,২০০ থেকে ২,৬০০ টাকা দরে। আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭০ থেকে ৭৫ টাকা। ব্যবসায়ীরা বলছেন, বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে।ভোর থেকেই কৃষকরা ঘরে মজুদ রাখা পেঁয়াজ কেউ ধামায়, কেউ ভ্যানে আবার কেউবা নছিমনে করে বস্তাভর্তি করে বাজারে নিয়ে আসছেন। হাটে প্রচুর সংখ্যক পাইকারি ব্যবসায়ী থাকায় কৃষকরা তাদের পণ্য যাচাই-বাছাই করে নিজেরাই বিক্রি করতে পারছেন।ফরিদপুরের পেঁয়াজের চাহিদা সারা দেশে রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম, ঢাকা, সিলেটসহ বিভিন্ন জেলায়...