ভেনেজুয়েলায় বাড়তে থাকা কর্তৃত্ববাদের মুখে প্রতিরোধ এবং গণতন্ত্রের জন্য লড়াইয়ের প্রতীক হয়ে ওঠা মারিয়া কোরিনা মাচাদো এবছরের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কঠোর শাসনের বিরোধিতায় মাচাদো এক গুরুত্বপূর্ণ মুখ এবং নির্ভীক এক কর্মী। জনগণের কাছে যার আবেদন একজন রক-স্টারের চেয়ে কোনও অংশে কম নয়। ৫৮ বছর বয়সী মাচাদো ভেনেজুয়েলার ‘লৌহ মানবী’ হিসেবেও পরিচিত। বারবার দমন-পীড়নের শিকার হয়েও মাচাদো হাল ছাড়েননি। সংকট জর্জরিত একটি দেশে দশকের পর দশক তিনি কর্তৃত্ববাদের বিরুদ্ধে এবং গণতন্ত্রের সুরক্ষার জন্য লড়াই করে গেছেন, অন্ধকার ঘনিয়ে এলেও গণতন্ত্রের শিখা জ্বালিয়ে রেখেছেন। দেশবাসীকে গণতান্ত্রিক অধিকার নিয়ে সচেতন করেছেন। তাদের সেই অধিকারের সুরক্ষায় অক্লান্ত পরিশ্রম করেছেন। একনায়কতন্ত্র থেকে ভেনেজুয়েলায় গণতন্ত্র প্রতিষ্ঠা করার সংগ্রামের নেপথ্যেও রয়েছেন এই মারিয়া কোরিনা মাচাদো। সে কারণে এ বছর নরওয়ের নোবেল কমিটি...