থেমে থেমে কয়েক দিনের বৃষ্টি আর দুর্গাপূজার টানা চার দিনের ছুটিতে গেল সপ্তাহে ঢাকার বাজারে সবজি আসে তুলনামূলক কম। সরবরাহ কমে যাওয়ায় সবজিতে যতটুকু দর বেড়েছিল, তা কমতে শুরু করলেও বাজারের চড়া ভাব কাটেনি। বিক্রেতারা বলছেন, শীতের আগাম কিছু সবজি বাজারে আসায় সরবরাহ আগের চেয়ে বেড়েছে। এতে কেজি প্রতি ২০ টাকা পর্যন্ত কমেছে কোনো কোনো সবজির দাম। ঢাকায় বেশির ভাগ সবজি আসে উত্তরের জেলাগুলো থেকে। মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জের পাশাপাশি রাজধানীর আশপাশের নিচু অঞ্চল থেকেও কিছু তরিতরকারি আসে। ঢাকার বড় আড়ৎগুলোর মধ্যে যাত্রাবাড়ী একটি। আড়ৎ থেকে পাইকারি কিনে যাত্রাবাড়ী চৌরাস্তায় সেগুলো অনেকে খুচরা বিক্রি করেন। শুক্রবার এ বাজারে প্রতিকেজি বরবটি বিক্রি হয় ১০০ টাকা, পটল ৭০ টাকা, করলা ৮০ টাকা, পেপে ৩০ টাকা ও মাঝারি আকারের একেকটি লাউ বিক্রি হচ্ছিল ৬০...