যশোরের ঝিকরগাছা উপজেলায় নির্মাণাধীন একটি বাড়ি থেকে মাসুদ রানা (৩০) নামে এক ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের চার দিন পর শুক্রবার (১০ অক্টোবর) দুপুর সাড়ে ৩টার দিকে আশিংড়ি গ্রামে আফিল ফার্মের পাশের একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মাসুদ রানা শার্শা উপজেলার উলাসী গ্রামের আব্দুল আজিজের ছেলে।ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, দুপুরে আশিংড়ি গ্রামের কয়েকজন নারী গরু বাঁধতে গিয়ে পাশের নির্মাণাধীন একটি বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ পান। পরে তারা বাড়ির ভেতরে উঁকি দিয়ে মরদেহটি দেখতে পান এবং পুলিশে খবর দেন। ওসি আরও জানান, নিহত ব্যক্তিকে বসানো অবস্থায় গলায় দড়ি পেঁচানো ও জানালার সঙ্গে বাঁধা অবস্থায়...