ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মো. আলী নেওয়াজকে জুলাই আন্দোলনে এক শিক্ষার্থীকে ‘হত্যাচেষ্টার’ মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। ঢাকার মহানগর হাকিম পার্থ ভদ্র শুক্রবার তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পুলিশের প্রসিকিউশন বিভাগের এসআই আতিকুল ইসলাম জানান, আলী নেওয়াজকে এদিন ওই হত্যাচেষ্টা মামলায় আদালতে হাজির করার পর মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই রোবেল মিয়া তাকে কারাগারে রাখার আবেদন করেন। সেখানে বলা হয়, বৃহস্পতিবার রাত ৩টার দিকে রাজধানীর দক্ষিণখান এলাকার বাসায় ‘মব সৃষ্টি করে’ আলী নেওয়াজকে পুলিশের হাতে তুলে দেয় বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা। পরে সকাল ৬টায় তাকে দক্ষিণখান থানা থেকে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়। “এ আসামি গত বছরের ৪ অগাস্ট সকাল ১১টার দিকে মামলার এজাহারনামীয় আসামিদের সহযোগিতায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের...