লালপুর উপজেলার বিলমাড়িয়া ও দূরদুরিয়া এলাকা থেকে বৃহস্পতিবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান। শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত ৩৫টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- লালপুরের পানসিপাড়া এলাকার নাজমুল হাসান ওরফে আশিক (২৪), এম ডি ওবায়দুর আলি ওরফে শান্ত (২৪), এখলাছ মণ্ডল (২৩), রাজু আহমেদ (২২), নাগশোষার মারুফ হোসেন (২৩), নওপাড়ার আরিফুল ইসলাম (৩০), মহারাজপুরের রাসেল আহমেদ (২০), নাগশোষার রুবেল সরদার (২৫) এবং পানসিপাড়ার মুন্না আহমেদ (১৯)। পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, “লালপুর এলাকায় মোবাইল, বিকাশ ও ইমো হ্যাকার চক্র বহুদিন যাবৎ তৎপর আছে। সেখানে অনেক লোকের কোনো পেশা নেই। তারা কখনও মেয়ে সেজে পুরুষদের সঙ্গে কথা বলে, ঘনিষ্ঠ বার্তা পাঠিয়ে ব্ল্যাকমেইল...