এ ঘটনায় ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত হওয়ার অভিযোগ তুলেছে বাম সংগঠনগুলোর মোর্চা গণতান্ত্রিক ছাত্র জোট। শুক্রবার বিকালে এই জোটের প্যানেল ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’ বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে উদ্বেগ জানিয়ে সংবাদ সম্মেলন করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন প্যানেলের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী ফুয়াদ রাতুল। তিনি বলেন, “আসন্ন রাকসু নির্বাচনকে কেন্দ্র করে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর দুটি রাজনৈতিক সংগঠন- জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির মনোনীত প্যানেলের কাছে সরবরাহ করেছে। এরপর থেকেই শিক্ষার্থীদের মোবাইল ও হোয়াটসঅ্যাপে বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে প্রচার বার্তা ও কল আসছে, যা অত্যন্ত উদ্বেগজনক।” ফুয়াদ রাতুল বলেন, “ফোন নম্বরের মত সংবেদনশীল তথ্য অননুমোদিতভাবে কোনো ব্যক্তি বা সংগঠনের কাছে সরবরাহ করা মানে শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিসর ও ডিজিটাল নিরাপত্তাকে সরাসরি ঝুঁকির মুখে ফেলে দেওয়া।” অভিযোগের বিষয়ে ছাত্রদল...