বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। একইসঙ্গে তিনি বোর্ডের গুরুত্বপূর্ণ কমিটি ‘হাই পারফরম্যান্স ক্রিকেট’-এর চেয়ারম্যানের দায়িত্বও পেয়েছেন। এই দুটি দায়িত্বই প্রমাণ করে, ক্রিকেটাঙ্গনে তাঁর ওপর রয়েছে দারুণ আস্থা।এই অর্জনকে ঘিরে রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে শুক্রবার বিকেলে আয়োজন করা হয় এক সংবর্ধনা অনুষ্ঠানের। সাবেক ও বর্তমান ক্রিকেটারদের সংগঠন ‘ফর্মার ক্রিকেটার অব রাজশাহী’-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে পাইলটকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং মিষ্টিমুখ করানো হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহীর সাবেক ও বর্তমান ক্রিকেটার, জাতীয় দলের খেলোয়াড়, স্থানীয় ক্রীড়া সংগঠক ও ফুটবলারসহ পাইলটের ভক্তরা।জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট বলেন, “আমার লক্ষ্য ৬৪ জেলায় নিয়মিত ক্রিকেট লীগ চালু করা এবং হাই পারফরম্যান্স প্রোগ্রাম এমনভাবে গড়ে তোলা, যাতে এখান...