ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে বর্তমানে তুরস্কের ইস্তাম্বুলে আছেন বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে মুক্তি পাওয়ার পরপরই তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি ফিলিস্তিন সংকটের দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে জোরালো বার্তা দিয়েছেন। শহিদুল আলম তার পোস্টে লিখেছেন, সবকিছুর জন্য ধন্যবাদ ড. ইউনূস! ইউএনজিএ-তে (জাতিসংঘ সাধারণ পরিষদে) আপনার বার্তার অত্যন্ত প্রশংসা করি—‘এখনই দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়ন করতে হবে। আর এটি বাস্তবায়ন করতে হবে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে।’ উল্লেখ্য দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংসতা বন্ধ এবং গাজায় ইসরায়েলি নৌ অবরোধ ভাঙার...