চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে এক বসতঘর। এ সময় ঘরে কেউ ছিল না বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের মো.নাজিম উদ্দিন মাস্টারের ঘরে এ আগুনের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, পরিবারের সদস্যরা চিকিৎসকের কাছে গিয়েছিল। তালাবদ্ধ ঘরে আগুন দেখে এলাকাবাসী পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত নাজিম মাস্টার বলেন, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন সূত্রপাত হয়েছে বলে ধারণা করছি। আগুনে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত এবং প্রকাশিত। কার্যালয় : ৩৬, পুরানা পল্টন, ঢাকা-১০০০। চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে এক বসতঘর। এ সময় ঘরে কেউ ছিল না বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে...