মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকার আল-আকসা মার্টারস হাসপাতালের সামনে আনন্দে আত্মহারা ফিলিস্তিনের এক দল শিশু- এএফপি দীর্ঘ রক্তক্ষয়ী সংঘাতের পর গাজা উপত্যকায় যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছেছে ইসরায়েল ও হামাস। যুদ্ধবিরতির পাশাপাশি বন্দিবিনিময় ও আংশিক সেনা প্রত্যাহারের বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে এই সমঝোতায়। চুক্তির ঘোষণা আসতেই গাজার রাস্তায় মানুষের উল্লাস, মিষ্টি বিতরণ এবং প্রার্থনার দৃশ্য দেখা গেছে। আনন্দ প্রকাশ করেছেন ইসরায়েলবাসীও, কারণ এতে করে হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে। এই চুক্তি এসেছে মিসরের শারম আল শেখে অনুষ্ঠিত আলোচনার তৃতীয় দিনে, যেখানে মধ্যস্থতা করেছে যুক্তরাষ্ট্র, কাতার, মিসর ও তুরস্ক। আলোচনার ভিত্তি ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ২০ দফা ‘শান্তি পরিকল্পনা’, যা গত ২৯ সেপ্টেম্বর প্রকাশ করা হয়। চুক্তির মূল শর্তসমূহ: গাজায় সব ধরনের সামরিক কার্যক্রম স্থগিত থাকবে। হামাস ধাপে ধাপে...