বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মামুনুল হক বলেছেন, বাংলাদেশ খেলাফত মজলিস স্পষ্ট ভাষায় তার রাজনৈতিক প্রধান এজেন্ডা জাতির সামনে তুলে ধরেছে। আমাদের প্রধান এজেন্ডা হলো ৭২’র সংবিধান চলতে পারে না। আগামীর বাংলাদেশ চলবে ২৪ এর অভ্যুত্থানের আদর্শ দিয়ে। তাই অন্তবর্তীকালিন সরকারকে সবিনয় অনুরোধ করে বলছি; জুলাই যোদ্ধারা যে জন্য জীবন দিয়েছে সেই জুলাইয়ের চেতনার স্পিট বাস্তবায়ন করতে হলে জুলাই সনদের আইনের ভিত্তি দেয়া প্রয়োজন। শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের ডিআইটি চত্বরে জেলা ও মহানগর বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। এদিন জুলাই সনদ বাস্তাবায়ন, শাপলা চত্বরে গণহত্যা সহ সকল হত্যাকান্ডের বিচার, প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ ও খেলাফত প্রতিষ্ঠার দাবীতে এই গণসমাবেশের আয়োজন করা হয়।বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা মামূনুর রশীদের সভাপতিত্বে...