এশিয়ান কাপ বাছাই পর্বে হংকং-চায়নার বিপক্ষে বাংলাদেশের হয়ে প্রথম গোল পেয়েছেন শমিত সোম। গোল পেয়ে অনেক খুশি কানাডা প্রবাসী ফুটবলার। তবে ৭ গোলের ম্যাচ জিততে না পেরে আবার হতাশও। নিজের প্রথম আন্তর্জাতিক গোলের পর মাঠেই শমিত সোম বলেন, ‘হতাশ কিনা জানি না, তবে গোলটা করতে পেরে খুব এক্সাইটেড ছিলাম। বাংলাদেশের হয়ে গোল করতে পারা অনেক সম্মানের। আমার গোল না হলেও যদি আমরা জিততাম, আমি খুশি হতাম । তবে দেশের জন্য গোল করতে পেরে গর্বিত। এই অনুভূতি আমি জীবনে কোনোদিন ভুলবো না।’ ম্যাচ হারে শমিতের ব্যাখ্য- ‘পজিটিভ দিক হলো, আগে কখনও চিন্তা করা যেত না ১-৩ পিছিয়ে থেকেও আমরা ফিরে আসবো। আমাদের দলে অনেক ক্যারেক্টার আছে, অনেক প্যাশন আছে। আমরা হতাশ হবো না। এটা একটা ফাউন্ডেশন, এখান থেকে আমরা শিখবো।’ দলের...