দৈনন্দিন জীবনের নানা প্রয়োজনে প্রতিদিন কোটি কোটি মানুষ তথ্য জানতে গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করেন। এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অনুসন্ধান মাধ্যম হলেও অনেকেই গুগল সার্চের সব কৌশল সম্পর্কে জানেন না। অথচ কিছু সহজ পদ্ধতি মেনে চললে খুব অল্প সময়েই সঠিক ও নির্ভুল তথ্য পাওয়া সম্ভব। চলুন জেনে নেওয়া যাক গুগলে দ্রুত ও কার্যকরভাবে তথ্য জানার ৭টি কৌশল— ১. নির্দিষ্ট বাক্যাংশ খোঁজাকোনো বাক্য বা শব্দগুচ্ছ ঠিক যেমন আছে, তেমনভাবে খুঁজতে চাইলে সেটি উদ্ধৃতি চিহ্ন (“ ”) দিয়ে লিখুন। যেমন “Best food corner in Dhaka” লিখলে গুগল কেবল ওই নির্দিষ্ট বাক্যাংশযুক্ত ফলাফলই দেখাবে। এতে অপ্রাসঙ্গিক লিংক ঘাঁটাঘাঁটি ছাড়াই সরাসরি প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়। ২. অপ্রাসঙ্গিক ফলাফল বাদ দেওয়াকোনো শব্দ সার্চ ফলাফল থেকে বাদ দিতে চাইলে সেই শব্দের আগে মাইনাস (-) চিহ্ন ব্যবহার...