নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আওয়ামী লীগের কর্তৃক অপপ্রচারের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সনমান্দী ইউনিয়ন। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার সনমান্দী ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি সনমান্দী ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সনমান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি সাফির উদ্দীন মজনু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফ মোল্লা, সনমান্দী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক খন্দকার রেজাউল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউল হক মোল্লা, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল মোল্লা, নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুশিফুকুল ইসলাম মোহন, সোনারগাঁ উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সুমনসহ বিএনপির অঙ্গ ও...