যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তার প্রশাসন এখন থেকে ইরানের সঙ্গে একযোগে কাজ করবে। শুক্রবার (১০ অক্টোবর) এক মন্ত্রিসভা বৈঠকে তিনি এ ঘোষণা দেন বলে জানিয়েছে বিবিসি। বৈঠকে ট্রাম্প গাজার ভবিষ্যৎ নিয়েও আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, “গাজা ধীরে ধীরে অঞ্চলের ধনী দেশগুলোর সহায়তায় পুনর্গঠিত হবে। তাদের এই প্রচেষ্টা গাজার জন্য আশ্চর্যজনক ফল বয়ে আনবে। এমন উদ্যোগ আমি আগে কখনও দেখিনি।” তিনি আরও বলেন, “একসময় সবকিছু থামাতে হবে, আর আমরা তা নিশ্চিত করব।” বন্দিদের অবশিষ্ট অংশ সোমবার বা মঙ্গলবারের মধ্যে মুক্তি পাবে বলেও জানান তিনি। ট্রাম্প দাবি করেন, “ইরান এখন শান্তির পথে কাজ করতে চায়। তারা আমাদের জানিয়েছে এবং সম্পূর্ণরূপে এই শান্তিচুক্তির পক্ষে অবস্থান নিয়েছে। তাদের মতে, এটি একটি দারুণ উদ্যোগ।” তিনি যোগ করেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে মিলে এই...