প্রতীক ইস্যুতেই দুটি ভিন্ন অবস্থানে অনড় জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি ও নির্বাচন কমিশন। দলের প্রতীক হিসেবে শুরু থেকেই শাপলা চেয়ে আসছে দলটি। তবে শাপলা রাজনৈতিক দলের জন্য তৈরি করা প্রতীকের তালিকাতেই নেই বলে জানাচ্ছে ইসি। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানিয়েছেন, শাপলার সঙ্গে তাদের অর্গানিক সম্পর্ক গড়ে উঠেছে, তাই এর কোনো বিকল্প নাই। গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।সারোয়ার তুষার বলেছেন, তারা (ইসি) কিন্তু আমাদেরকে বলেছিল, যে ১৫০টি মার্কা অন্তর্ভুক্ত হবে তার মধ্যে শাপলা থাকবে। এ কথা জানার পরেই কিন্তু আমরা তাদের বলেছিলাম নিবন্ধনের জন্য আমাদের দলের অনুকূলে এই প্রতীক সংরক্ষণ করা হোক। এরপরেই জুলাই পদযাত্রা….। তখন আমাদের সারা দেশে যারা শুভাকাঙ্ক্ষী ও সমর্থক আছে তারা খাল-বিল থেকে শাপলা নিয়ে জুলাই পদযাত্রায় এসেছে।তিনি আরও বলেন, এ মার্কার সঙ্গে আমাদের একটা...