পিআরসহ ইসলামী আন্দোলনের ৫ দফা মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির নেতারা। শুক্রবার (১০ অক্টোবর) বাদ জুমা দেশের সকল বিভাগীয় শহরে গণমিছিল থেকে এ দাবি জানান তারা।ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতারা বলেছেন, চব্বিশের জুলাই আন্দোলনে দেওয়া ছাত্রজনতার রক্তের চাহিদা ছিল দেশ থেকে স্বৈরতন্ত্রকে চিরস্থায়ী বিলোপের ব্যবস্থা করা। জনতার সেই চাওয়া পূরণের জন্যই আমরা পিআর পদ্ধতির প্রস্তাব করছি যাতে কোনোদিনই দেশে স্বৈরতন্ত্র ফিরে না আসতে পারে। এসব দাবির প্রতি সরকারের উদাসীনতা গ্রহণযোগ্য না।এদিন বাদ জুমা জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, গণহত্যার বিচার, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিবাদের দোসরদের বিচার ও বিচারকালীন নিষিদ্ধকরণের দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের ২য় দফার কর্মসূচির অংশ হিসেবে ঢাকা, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহসহ দেশের সকল বিভাগীয় শহরে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় বৃষ্টির জন্য আছরের পরে সোহরাওয়ার্দী...