শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৩টার দিকে কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় পূবালী চত্বরে সমাবেশে জড়ো হন কুমিল্লার সর্বস্তরের জনতা।সরেজমিনে দেখা যায়, জেলার প্রায় ১৭টি উপজেলা থেকেই মানুষ দলে দলে সমাবেশে যোগ দিয়েছেন। এ সময় কুমিল্লা বিভাগের দাবিতে নানা স্লোগান দেন তারা।বৃহত্তর কুমিল্লা কনটেন্ট ক্রিয়েটর ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়। বৃহত্তর কুমিল্লা কনটেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের সভাপতি টিপু চৌধুরীর সভাপতিত্বে এই সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।পচা চাল কিনে বাধ্যতামূলক অবসরে খাদ্য কর্মকর্তাসমাবেশে বক্তারা বলেন, প্রাচীন সমতট অঞ্চলের রাজধানী ছিল কুমিল্লা। নোয়াখালীসহ বৃহত্তর কুমিল্লার ৬টি জেলার বিভিন্ন দপ্তরের ৪২টি আঞ্চলিক কার্যালয় কুমিল্লায় অবস্থিত। হাজার বছরের ঐতিহ্যে ভরা এই কুমিল্লা যখনই বিভাগের ঘোষণার দ্বারপ্রান্তে যায়, তখনই নানা মহল থেকে ষড়যন্ত্র শুরু হয়।বক্তারা আরও বলেন, কুমিল্লাবাসীর দীর্ঘদিনের দাবি এই ‘কুমিল্লা বিভাগ’...