একটি রাশিয়ান মিগ-৩১ যুদ্ধবিমান অবতরণের সময় বিধ্বস্ত হয়েছে। নির্ধারিত প্রশিক্ষণ উড্ডয়নের পর লিপেটস্ক অঞ্চলে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে।বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে তথ্যটি জানায়। শুক্রবার (১০ অক্টোবর) দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট ও আনাদোলু এজেন্সির খবরে বলা হয়, ১৯৮০ সাল থেকে রাশিয়ান বিমানবাহিনীতে দূরপাল্লার সুপারসনিক ইন্টারসেপ্টর মিগ-৩১ মোতায়েন রয়েছে। প্রায়ই টহল ও প্রশিক্ষণ মিশনের জন্য বিমানটি রুশ সেনারা ব্যবহার করে আসছে।রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ওই দিন মস্কো সময় আনুমানিক সন্ধ্যা ৭টা ২০ মিনিটে লিপেটস্ক অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়। নির্ধারিত প্রশিক্ষণ উড্ডয়নের পর অবতরণের সময় মিগ-৩১ বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় বাধ্য হয়ে পাইলটরা বেরিয়ে আসেন (ইজেক্ট)। বিধ্বস্তের ঘটনা ক্রুদের জীবনের জন্য কোনো হুমকি হয়ে দাঁড়ায়নি।এতে আরও বলা হয়েছে, বিমানটি একটি জনবসতিহীন এলাকায় পড়েছিল এবং দুর্ঘটনার সময় এতে কোনো...