বাংলাদেশে প্রতি বছর প্রায় ১৩ হাজার নারী স্তন ক্যানসারে আক্রান্ত হন, যার মধ্যে প্রায় ৬ হাজার নারীর মৃত্যু হয়। এই মৃত্যুর মূল কারণ হলো সচেতনতার অভাব, লজ্জা বা গোপনীয়তা এবং সময়মতো চিকিৎসা না নেওয়া। তাই পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের প্রতিটি স্তরে সচেতনতা তৈরির ওপর জোর দেওয়া উচিত। সময়মতো সঠিক চিকিৎসা নিলে স্তন ক্যানসার থেকে বাঁচা সম্ভব। শুক্রবার (১০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরাম’ আয়োজিত এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন বক্তারা। আলোচনায় বলা হয়, স্তন ক্যানসার প্রতিরোধে নারীদের মাঝে সচেতনতা বৃদ্ধি করা সবচেয়ে জরুরি।আরো পড়ুন:রাজশাহীতে বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৫শরীয়তপুরে ৪ লাখ শিশু টাইফয়েড টিকা পাবে: সিভিল সার্জন শরীয়তপুরে ৪ লাখ শিশু টাইফয়েড টিকা পাবে: সিভিল সার্জন ফোরামের প্রধান সমন্বয়কারী অধ্যাপক হাবিবুল্লাহ তালুকদার রাসকিন জানান,...