চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে সামনে রেখে ‘বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য’ প্যানেল সাত দফা ইশতেহার ঘোষণা করেছে। সাত দফা অধীনে মোট ৪৫টি প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ইশতেহার ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে ইশতেহার পাঠ করেন প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী চৌধুরী তাসনিম জাহান শ্রাবণ। এ সময় উপস্থিত ছিলেন ভিপি প্রার্থী আবির বিন জাবেদ, যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী পলাশ দেসহ অন্য প্রার্থীরা। ঘোষিত ৭ দফা প্রস্তাবনায় বিশ্ববিদ্যালয়ের পরিবহণ, স্বাস্থ্য, আবাসন ও খাদ্য, প্রশাসন, গবেষণা ও একাডেমিক কার্যক্রম, নিরাপদ ও সবুজ ক্যাম্পাস এবং শিক্ষার্থীদের সার্বিক সুবিধা উন্নয়নের প্রতিশ্রুতি তুলে ধরা হয়। ইশতেহার ঘোষণার আগে লিখিত বক্তব্যে ভিপি প্রার্থী আবির বিন জাবেদ বলেন, বাংলাদেশের সর্ববৃহৎ ক্যাম্পাস...