১০ অক্টোবর ২০২৫, ০৮:৩২ পিএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ০৮:৩২ পিএম আগামী সংসদ নির্বাচনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসে সরকার গঠন করলে বেকার ভাতা চালু করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ৩১ দফায় বলেছেন পড়াশোনা শেষে যারা চাকুরির জন্য চেষ্টা করে সে সময়টাতে তারা কর্মহীন থাকে এসময়ে তারা যাতে হতাশাগ্রস্ত না থাকে সেজন্য তাদেরকে বেকার ভাতা দেয়া হবে। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের প্রেমের বাজার এলাকায় রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফা এবং জিয়াউর রহমানের ১৯ দফার সংযোজনে আগামীর অগ্রনায়ক শীর্ষক বুকলেট বিতরণ এবং গণসংযোগ কালে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল এসব কথা বলেন। তিনি আরো বলেন, যুব সমাজকে শক্তিতে পরিনত করতে হবে। তাই যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে আমাদের যুব সমাজকে...