দেশে প্রথমবারের মতো জাতীয়ভাবে শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান কর্মসূচি। আগামী ১২ অক্টোবর থেকে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি প্রায় পাঁচ কোটি শিশুকে এক ডোজ ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়া হবে বিনা মূল্যে। অভিভাবকদের সন্তানদের টিকা দেওয়ার আগে নিবন্ধন করতে হবে অনলাইনে: https://vaxepi.gov.bd/registration/tcv। ১৭ সংখ্যার জন্মনিবন্ধন নম্বর ব্যবহার করে নিবন্ধন শেষে জন্মনিবন্ধন সনদ দিয়ে ভ্যাকসিন কার্ড ডাউনলোড করা যাবে। তবে অনেকের মনে টিকা নিয়ে কিছু প্রশ্ন তৈরি হয়েছে। নিচে থাকছে সেই জরুরি পাঁচ প্রশ্নের উত্তর—১️⃣ ১. টাইফয়েড জ্বরে আক্রান্ত অবস্থায় কি টিকা নেওয়া যাবে? না, টাইফয়েড জ্বরে আক্রান্ত অবস্থায় টিকা নেওয়া যাবে না। সম্পূর্ণ সুস্থ হওয়ার পরই এই টিকা নেওয়া উচিত। ২️. আগে টাইফয়েড টিকা নেওয়া থাকলে কি আবার নিতে হবে? হ্যাঁ। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি শিশুরা...