আফগানিস্তানে তালেবান নেতৃত্বাধীন সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে কাবুলে ফের দূতাবাস চালু করবে ভারত। নয়াদিল্লিতে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠককালে এ ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এখন ভারত সফরে রয়েছেন। গত বৃহস্পতিবার তার সাতদিনের এই সফর শুরু হয়। ২০২১ সালে আফগানিস্তানে মার্কিন-সমর্থিত সরকারের পতনের পর শীর্ষ কোনো তালেবান নেতার প্রথশ নয়াদিল্লি সফর এটা। শুক্রবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে তার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করা ও উন্নয়ন কর্মকাণ্ডে সহায়তার প্রতিশ্রুতির পাশাপাশি কাবুলে দূতাবাস খোলার ঘোষণা দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। জয়শঙ্কর বলেন, ভারত আফগানিস্তানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও স্বাধীনতার প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। সম্পর্ক আরও উন্নত করার জন্য আমি আনন্দের সঙ্গে কাবুলে ভারতের কূটনৈতিক মিশনকে দূতাবাসের মর্যাদায় উন্নীত করার ঘোষণা করছি।...