১০ অক্টোবর ২০২৫, ০৮:৩৪ পিএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ০৮:৫৩ পিএম নিখোঁজের ৩দিন পর বগুড়ার শাজাহানপুরে ডোবা থেকে লুৎফর রহমান (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শাজাপুর সর্দারপাড়া এলাকার একটি ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়। ওই বৃদ্ধের স্বজনরা জানান, লুৎফর রহমান গত ৩ দিন যাবত নিখোঁজ ছিলেন। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। আজ সন্ধ্যায় স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন ডোবায় এক ব্যক্তির মরদেহ ভেসে উঠেছে। সেখানে গিয়ে তারা মরদেহটি লুৎফর রহমানের বলে শনাক্ত করেন। শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ছাগলনাইয়ায় যুবকের উপর প্রকাশ্যে হামলাকারী সামছুল হক গ্রেফতার...