ঢাকা জেলা বিএনপির সভাপতি ও ঢাকা-১ আসনে বিএনপির সম্ভব্য প্রার্থী খন্দকার আবু আশফাক বলেছেন, ধর্মকে ব্যবহার করে কোনো অপশক্তিকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। আপনাদের সকলের চোখ কান খোলা রাখতে হবে। ধর্মকে ব্যবহার করে যেন কোনো অপশক্তি বাংলাদেশের ক্ষমতায় আসতে না পারে। শুক্রবার (১০ অক্টোবর) দিনব্যাপী দোহার উপজেলার বিভিন্ন এলাকায় উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আশফাক বলেন, সাড়া দেশে এখনো বিএনপির নামে ষড়যন্ত্র হচ্ছে। তবে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে ধানের শীষে ভোট চাইতে হবে। মা বোনদের দাড়ে দাড়ে গিয়ে ভোট নিশ্চিত করতে হবে। বিএনপির এই নেতা বলেন, এবারের নির্বাচন এতো সহজ হবে না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির সকল নেতাকর্মীদের ভুলত্রুটির জন্য ক্ষমা চেয়ে এলাকায় কাজ করতে বলেছেন। তাই আর ঘরে...