স্থানীয় সূত্রে ভারতীয় গণমাধ্যম জি নিউজের খবরে বলা হয়েছে, বড়জোড়া ব্লকের র বেলিয়াতোড় গ্রাম পঞ্চায়েতের কাচ্ছালা গ্রামের বাসিন্দা আশিষ দণ্ডপাত। টালি ও টিনের ছাউনি দেওয়া দু'কামরার মাটির বাড়ি। আলাদা কোনও গোয়ালঘর নেই। মাটির বাড়িতেই একটা ঘরে স্ত্রীকে নিয়ে থাকেন আশিষ। আরেকটি ঘরে রয়েছে বেশ কয়েকটি গরু। গরু থাকার কারণে বাড়িতে মশার উপদ্রব খুবই। মশার হাতে বাঁচতে ঘরে ধোঁয়া দেওয়া হয় রোজই। আর তাতেই ঘটে গেল বড়সড় অঘটন। গরুর জন্য বাড়িতে খড় মজুত করে রাখা ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় ধোঁয়া থেকে কোনওভাবে আগুন লেগে যায় খড়ের খাদায়! চোখের নিমেষে...