চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার জিতে ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো বলেছেন, পুরস্কার জেতার কথা শুনে তিনি ‘হতবাক’ হয়েছেন। মাচাদোর প্রেস টিম পাঠানো এক ভিডিও’তে শোনা গেছে, মাচাদো টেলিফোনে এডমুন্ডো গনজালেস উরুতিয়ার সঙ্গে এই অনুভূতি ব্যক্ত করেন। গত প্রেসিডেন্ট নির্বাচনে মাচাদোকে প্রার্থী হিসেবে বাধা দেওয়া হলে গনজালেস তার জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রায় এক বছর আগে নির্বাসনে যাওয়া গনজালেস জবাবে বলেন, ‘আমরা আনন্দে আত্মহারা’। মাচাদো বলেন, ‘এটা কী! আমি বিশ্বাসই করতে পারছি না।’ ৫৮ বছর বয়সী মাচাদো বর্তমানে ভেনেজুয়েলায় লোকচক্ষুর অন্তরালে বসবাস করছেন। শুক্রবার (১০ অক্টোবর) নরওয়ের নোবেল কমিটি শান্তিতে নোবেল বিজয়ী হিসেবে মারিয়া কোরিনা মাচাদোর নাম ঘোষণা করে।...