নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে বিনিয়োগকারীদের অভিযোগের জট কিছুটা খুলতে যাচ্ছে। কারণ, দেশের দুটি স্টক এক্সচেঞ্জের জন্য নতুন বিরোধ নিষ্পত্তি প্রবিধানমালা অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (০৭ অক্টোবর) বিএসইসি’র এক বৈঠকে ‘ঢাকা স্টক এক্সচেঞ্জ (বিরোধ নিষ্পত্তি) প্রবিধানমালা, ২০২৫’ এবং ‘চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (বিরোধ নিষ্পত্তি) প্রবিধানমালা, ২০২৫’ অনুমোদন দেওয়া হয়। বিএসইসি সূত্র জানায়, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সালিশ প্রক্রিয়াকে দ্রুততর করা, ব্রোকার ও তালিকাভুক্ত কোম্পানির বিরুদ্ধে অভিযোগ কমানো, এবং কমিশনের তদন্তের চাপ হ্রাস করা। বিনিয়োগকারীরা শেয়ারনিউজকে জানান, ব্রোকারেজ হাউজ বা তালিকাভুক্ত কোম্পানির সঙ্গে প্রায়ই ছোটখাটো জটিলতা দেখা দেয়। কিন্তু ঝামেলা বা ভয়ভীতির কারণে অনেকেই অভিযোগ করেন না। কেউ করলে তার নিষ্পত্তি হতে সময় লেগে যায়। তাদের আশা, নতুন এই প্রবিধানমালা এসব সমস্যা কমিয়ে আনবে এবং দ্রুত সমাধান দেবে।...