কারিনা কাপুর সম্প্রতি তার ননদ (সাইফ আলি খানের বোন) সোহা আলি খানের পডকাস্ট ‘অল অ্যাবাউট হার’-এ অতিথির আসনে বসে মজার এসব তথ্য ভাগ করে নেন সবার সঙ্গে। সেখানে তিনি মা হিসেবে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার পাশাপাশি বড় ছেলে তৈমুরের খেলাধুলার প্রতি আগ্রহ নিয়েও কথা বলেন। পরিবার তথা বাবা-মায়ের সূত্র ধরে অভিনয়ে তৈমুরের আগ্রহের কথা জানতে চান ফুপু সোহা। উত্তরে ভাবি কারিনা বলেন, ‘তৈমুরের অভিনয় বা নাটকে কোনও আগ্রহ নেই। সে মূলত খেলাধুলার দিকেই বেশি ঝুঁকে আছে এবং বাবার (সাইফ আলি খান) সঙ্গে খেলাধুলা করতেই বেশি ভালোবাসে।’ আরও বলেন, ‘‘প্রতিবার স্কুলে যখন কোনও অতিরিক্ত কার্যক্রমের তালিকা আসে আর তাতে ‘ড্রামা’ লেখা থাকে, আমি ওকে জিজ্ঞেস করি—‘তুই কি করতে চাস?’ সে সঙ্গে সঙ্গে বলে, ‘না, আমি এটা পছন্দ করি না।’ আমি...