বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে। জনগণ গণভোটে যে মতামত দেবে, জামায়াতে ইসলামী সেটিই মেনে নেবে।তিনি বলেন, পিআর পদ্ধতি সারা বিশ্বে একটি জনপ্রিয় নির্বাচন পদ্ধতি, যেখানে প্রতিটি ভোটের যথাযথ মূল্যায়ন হয়। একজন ভোটারের মতামতও অবমূল্যায়িত হওয়ার সুযোগ নেই।শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে আয়োজিত জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সমাবেশ শেষে একটি বিশাল গণমিছিল গুলিস্তান জিরো পয়েন্ট, পল্টন মোড়, বিজয়নগর হয়ে কাকরাইল গিয়ে শেষ হয়। মিছিলে কেন্দ্রীয়, মহানগরী উত্তর ও দক্ষিণের নেতারাসহ কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।‘গণভোটের...