এনডিটিভি বলছে, এবার সাইফ কথা বলেছেন কেন হাসপাতালে ঢোকার সময় এবং অস্ত্রোপচার করে বের হওয়ার সময় হুইলচেয়ার নিতে অস্বীকার করেছিলেন। প্রাইমের নতুন চ্যাট শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’ এর সর্বশেষ পর্বে এসব নিয়ে সাইফ খোলামেলা কথা বলেন। ১৬ জানুয়ারির গভীর রাতে ছুরিকাহতের পর অটোতে চেপে বান্দ্রার লীলাবতী হাসপাতালে গিয়েছিলেন সাইফ। তাকে নিয়ে যান সাত বছরের ছেলে তৈমুর খান। এমনকি হাসপাতালে পৌঁছেও হুইলচেয়ার নিতে অস্বীকার করেন সাইফ। অভিনেতা বলেন, “আমরা হাসপাতালে ঢুকলাম, জরুরি বিভাগে যেয়ে দেখি সবাই ঘুমাচ্ছিল। আমি একজনকে বললাম, 'আমরা কি স্ট্রেচার পেতে পারি?' সে বলল, 'হুইলচেয়ার?' আমি বললাম, 'না, আমার মনে হয় আমার স্ট্রেচার দরকার।' ওই ব্যক্তি বলল ‘না’। এবং সে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল তারপর আমি বললাম, 'এই যে শুনুন আমি সাইফ আলি খান’, এটা একটা...